ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে রূপগঞ্জ উপজেলায় কাঞ্চণ সেতুর পূর্বপাড়ে  শীতলক্ষ্যা নদীর দাউদপুর ও শিমুলিয়া এলাকায় অভিযান শুরু করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিচান বিকেল পাঁচটা পর্যন্ত অব‌্যাহত ছিল। নদীর তীরে ভুলভাবে বসানো আগের সীমানা পিলার অনুযায়ী উচ্ছেদ অভিযান চলানো হচ্ছে।

অভিযানের শুরুতে নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ মুরগীর খামারের সামনের অংশ ভেঙ্গে দেয়া হয়। এরপর নদী ভরাটের কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার পাইপ লাইনসহ ইটভাটার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

বি আইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর এর উপ পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘শীতলক্ষ‌্যার এই অংশে নতুনভাবে সীমানা নির্ধারণের কাজ চলছে। নতুন সীমানায় কোনো অবৈধ স্থাপনা থাকলে তা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে। ’

এর আগে গত কয়েক সপ্তাহ ধরেই রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে নদীবন্দর কর্তৃপক্ষ।

 

নারায়ণগঞ্জ/হাসান উল রাকিব/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়