ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শুল্ক ফাঁকি : ২৯ হাজার কেজি গার্মেন্টস পণ্য জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুল্ক ফাঁকি : ২৯ হাজার কেজি গার্মেন্টস পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৮১ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম বন্দর থেকে ২৯ হাজার কেজি গার্মেন্টস পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার অভিযান চালিয়ে এসব পণ্যের খালাস সাময়িক জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্ড সুবিধায় আমদানিকৃত ওলিরা ফ্যাশনস লিমিটেডের একটি চালানের খালাস সাময়িক স্থগিত করা হয়। খালাসের দায়িত্বে ছিল এনাফ ট্রেড লিংক নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। কায়িক পরীক্ষায় ২৯ হাজার ৯৪৬ কেজি পণ্য পাওয়া যায়, যা ঘোষণার অতিরিক্ত। পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মোট মূল্য প্রায় ৯০ লাখ ৩৪ হাজার টাকা এবং ফাঁকি দেয়া শুল্ক করের পরিমাণ  ৮০ লাখ ৬৯ হাজার ৭১০ টাকা। শুল্ক করসহ মোট মূল্য ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৩১৬ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।


রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়