ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রমিকদের বেতন-বোনাসের সিদ্ধান্ত শিগগির

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিকদের বেতন-বোনাসের সিদ্ধান্ত শিগগির

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়।

মঙ্গলবার অধিদপ্তরের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অধিদপ্তরের বর্তমান ও ভবিষ্যত কর্মসূচি অভিহিত করার বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

শিবনাথ রায় বলেন, শ্রম প্রতিমন্ত্রী চিকিৎসার জন্য বিদেশে আছেন। তিনি দেশে ফেরার পর বিভিন্ন সেক্টেরের নেতাদের সঙ্গে বৈঠক করে বেতন-বোনাস দেয়ার তারিখ নির্ধারণ করা হবে। আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়ের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপ-মহাপরিদর্শক মেহেদী হাসান, যুগ্ম মহাপরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়