ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত কর ৫ শতাংশ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত কর ৫ শতাংশ

এম এ রহমান মাসুম : অবশেষে কমানো হলো সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে করের হার। আর এর মাধ্যমে সাধারণ জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

পাঁচ লাখ টাকা পর্যন্ত সকল প্রকার সঞ্চয়পত্রের মুনাফায় প্রযোজ্য উৎসে করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

যদিও এর আগে গত ২৯ জুলাই সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। কিন্তু এতোদিন এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন ইস্যু হয়নি।

অবশেষে গত ২৮ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ ইস্যু করা হয়। যা কার্যকর ধরা হয়েছে ২৫ আগস্ট থেকে।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ধারা ৪৪(৪) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার সকল প্রকার সঞ্চয়পত্রে ক্রয়কাল, পুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম না করিলে এরূপ বিনিয়োগ হতে অর্জিত সুদের উপর উক্ত আদেশের ধারা ৫২ডি তে উল্লেখিত উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ হতে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হলো।

এর আগে গত ১৮ জুলাই শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ হারে উৎসে কর কাটার ঘোষণা এসেছিল। আর ৫ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ হারেই কর কাটতে বলা হয়। যদিও নতুন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফা থেকে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার ঘোষণা দেয়া হয়েছিল।

এনবিআরের ওই নির্দেশনায় বলা হয়, অর্থ আইন ২০১৯ অনুযায়ী, বিনিয়োগকারীদেরকে সঞ্চয়পত্রের সুদ/মুনাফা প্রদানের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের হার পরিবর্তন করে ৫ শতাংশের স্থলে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে সকল সঞ্চয়পত্রের উপর ১০ শতাংশ হারে উৎসে আয়কর কর্তন করতে হবে। শুধুমাত্র পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বমোট ৫ লাখ টাকার উর্দ্ধে বিনিয়োগের সুদ পরিশোধকালে ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। যা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

সঞ্চয়পত্রের উপর ১০ শতাংশ উৎসে কর আরোপের পর সঞ্চয়পত্রের আয়ের উপর নির্ভরশীল পেনশনারসহ লাখ লাখ বিনিয়োগকারির মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। মূলত পুঁজিবাজার নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারিদের আস্থাহীনতা রয়েছে। এ বাস্তবতায় পেনশনার ও ক্ষুদ্র বিনিয়োগকারিরা পারিবারিক ব্যয় নির্বাহের জন্য নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগে সঞ্চয়পত্রকে অধিক লাভজনক হিসেবে বেছে নিয়েছে। কিন্তু সাধারণ মানুষের এই প্রবণতায় পুঁজিবাজার, ব্যাংকিং খাতসহ বিনিয়োগ ও কর্মসংস্থানের মূলধারার খাতগুলো অর্থ সংকটে পড়ছে। এসব খাতে বিনিয়োগ উৎসাহিত করতেই সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।


রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/এম এ রহমান/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়