ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সরকারকে মার্কিন হামলার নিন্দা জানানোর আহ্বান ওয়ার্কার্স পার্টির

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারকে মার্কিন হামলার নিন্দা জানানোর আহ্বান ওয়ার্কার্স পার্টির

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত‌্যার নিন্দা জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিসহ সাত জনকে হত্যা করার ঘটনাকে ‘ট্রাম্প প্রশাসনের চরম অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতা। বাংলাদেশ সরকারের আশু কর্তব‌্য, ইরানি কমান্ডারের হত্যার ঘটনায় নিন্দা জানানো। সেক্ষেত্রে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে ক্ষোভ ও নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের সন্ত্রাসী তৎপরতা বন্ধের বিষয়ে সোচ্চার হওয়া জরুরি। ‘

একই সাথে তিনি মার্কিনীদের সাথে স্বাক্ষরিত সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্থগিত রেখে তা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সাইফুল হক হামলার নিন্দা জানিয়ে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন আগ্রাসী তৎপরতা বন্ধে জাতিসংঘকে জরুরি ভিত্তিতে পদক্ষেপেরও আহ্বান জানান।

তিনি বলেন, একদিকে মার্কিন অর্থনীতির নানামুখী সংকট আর অন্যদিকে মার্কিন কংগ্রেস ও সিনেটে ট্রাম্পের বিচার প্রক্রিয়া (ইমপিচন্টে) থেকে দৃষ্টি ফেরাতে ট্রাম্পের নির্বাচনকেন্দ্রীক ব্যক্তিগত লাভালাভের হিসাব থেকেই এই হামলা চালানো হয়েছে। এটা ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের চরম ঔদ্ধ্যত্বপূর্ণ দস্যুবৃত্তি ছাড়া আর কিছুই নয়।’

তিনি বলেন, মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে মুসলমান দেশগুলোতে শিয়া-সুন্নী বিরোধ উস্কে দিয়ে আরবের দেশগুলোর মধ্যে বিভক্তি আরো বাড়িয়ে তুলছে এবং গোটা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য জোরদার করার চেষ্টা অব্যাহত রেখেছে। মার্কিনীদের সহযোগী হিসাবে ইসরাইলের পাশাপাশি সউদী আরবকেও এই অশুভ কাজে সামিল হয়েছে। ‘

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বলিভিয়া, ভেনিজুয়েলা ও ব্রাজিলসহ ল্যাটিন দেশগুলোতেও রাজনৈতিক অস্থিরতার পেছনে কাজ করছে ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ ইন্ধন ও হস্তক্ষেপ।


ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়