ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি তাসকিনের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক : সকালে ছেলে তাসফিনকে নিয়ে ফেসবুকে ছবি দিয়ে তাসকিন লিখেছিলেন,‘আমার তাসফিন খুব অসুস্থ ছিল। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন।’ বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে বিমানবন্দরেও বললেন একই কথা।

ছেলের জন্য বাবা চিন্তা করবেন এটাই স্বাভাবিক। ছেলে ধীরে ধীরে সুস্থ হওয়ায় তাসকিন আপাতত স্বস্তি পাচ্ছেন। ছেলেই এখন তার বড় অনুপ্রেরণা। তাইতো নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে এখন ভাবছেন জাতীয় দলের এ পেসার।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে আছেন এ পেসার। সবশেষ বিপিএলে বল হাতে সর্বোচ্চ উইকেট পাওয়ার পর নিউজিল্যান্ড সফরে তাকে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু ইনজুরিতে ছিটকে যান। মিস করেন বিশ্বকাপও। ২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সবশেষ টেস্ট খেলেছিলেন ডানহাতি পেসার। দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরায় খুশি তাসকিন। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে চান এ পেসার।

‘সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি খুবই এক্সাইটেড...যেভাবে দলে সুযোগ এলো। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। সুযোগ পেলে তাহলে ভালো কিছু করতে পারব।’ – বলেছেন তাসকিন।

৫ টেস্টে ৭ উইকেট নেওয়া তাসকিন ঘরের মাঠে নিজের প্রথম টেস্ট খেলবেন। নিজের প্রত্যাবর্তন রাঙাতে পারেন কিনা সেটাই দেখার।


রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়