ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলা : গ্রেপ্তার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকের ওপর হামলা : গ্রেপ্তার ৫

পুরান ঢাকার নয়াবাজারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে নয়াবাজারসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন- নয়ন, সুমন, সাব্বির, ফারুকসহ আরো একজন।

বুধবার দুপুরে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির রাইজিংবিডিকে বলেন, সিসি টিভির ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে সংবাদকর্মীদের ওপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গ, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নয়াবাজারে অবৈধ বন্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যায় কাস্টমস বন্ড ওয়ারহাউজের গোয়েন্দারা। সেসময় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় বেসরকারি চ্যানেল নিউজ ২৪ এর দুই সাংবাদিক ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালালের ওপর হামলা করে ব্যবসায়ীদের সন্ত্রাসী বাহিনী। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ফখরুল ইসলাম বাদী হয়ে বংশাল থানায় মামলা দায়ের করেন।


ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়