ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাংসদ মঈন উদ্দিন খান বাদল আর নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৬, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংসদ মঈন উদ্দিন খান বাদল আর নেই

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসন থেকে তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল আর নেই।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।

সাংসদ মঈন উদ্দিন খান বাদলের রাজনৈতিক সহকর্মী এবং মিডিয়া সমন্বয়ক আলম দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদলের পারিবারিক সূত্র জানায়, ১৮ অক্টোবর থেকে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মঈন উদ্দিন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ অভিজ্ঞ রাজনীতিবিদ বাদল জাসদের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বোয়ালখালী থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ভারত থেকে দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ