ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘সাউথ-সাউথ নেটওয়ার্ক গঠনে সমঝোতা প্রয়োজন’

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ২১ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাউথ-সাউথ নেটওয়ার্ক গঠনে সমঝোতা প্রয়োজন’

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সাউথ-সাউথ নেটওয়ার্ক অব পাবলিক অর্গানাইজেশন’ গড়ে তোলার বিষয়ে দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা এবং গণ-উদ্ভাবনী খাতের বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

 

তিনি বলেন, ‘এটি চিন্তা-ভাবনার সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের থেকে শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।’

 

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে বাংলাদেশ এবং জাতিসংঘের সাউথ সাউথ কো-অপারেশন অফিস আয়োজিত ‘সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী ভাষণে দক্ষিণের বন্ধু দেশগুলোকে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য এবং উত্তরের দেশগুলোকে এজেন্ডা ২০৩০ ফ্রেমওয়ার্কে বিষয়টি অর্ন্তভুক্তির জন্য সমর্থনের আহ্বান জানান।

 

শেখ হাসিনা বলেন, ‘সুশাসন নিশ্চিত করার পাশাপাশি আমরা উদ্ভাবনকে উৎসাহিত করতে ব্যর্থ হলে সকলের জন্য সমতাসূচক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সুদূর পরাহতই থেকে যাবে।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশ গণসেবা উদ্ভাবন খাতকে সম্প্রসারণের উদ্দেশ্যে ইতিমধ্যেই মালদ্বীপ এবং ভূটানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।’

 

শেখ হাসিনা জানান, সরকার পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশে তার সরকার উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছে। জনগণের বাড়তে থাকা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন।

 

তিনি বলেন, ‘আমরা একটি জনবান্ধব এবং সকলের অংশগ্রহণমূলক সরকার প্রবর্তনে অঙ্গীকারবদ্ধ।’

 

এজন্য তার সরকার ত্রিমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও শেখ হাসিনা উল্লেখ করেন।

 

তিনি এ সময় সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

 

এর আগে মঙ্গলবার সকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জং ইয়ং কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল সুইটে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সূত্র : বাসস

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৬/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়