ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাকিবের চোখে হতাশার সিরিজ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের চোখে হতাশার সিরিজ

ক্রীড়া প্রতিবেদক : সিরিজটা হতে পারত বিশ্বকাপের পর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। সিরিজ হেরে যাওয়ার পর শেষ ম্যাচে জয়টা হতে পারত সান্ত্বনা। এনে দিতে পারত কিছুটা স্বস্তি। শেষ পর্যন্ত হয়নি কিছুই। শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজে দলের পারফরম্যান্সে হতাশ সাকিব আল হাসান।

সাকিব নিজে অবশ্য এই সিরিজে ছিলেন না। ছুটি নিয়েছিলেন আগেই। ছুটিতে ছিলেন লিটন দাসও। চোটের কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পাশাপাশি শ্রীলঙ্কায় যেতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিনও। তারা না থাকলেও র‍্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দলের কাছে প্রতিটি ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, তা ছিল দৃষ্টিকটু। সাম্প্রতিক অতীতে কোনো সিরিজে বাংলাদেশকে এভাবে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায়নি আর।

বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় অনেকের আক্ষেপের শেষ ছিল না। ম্যাচটা বাংলাদেশ জিতত বলেই ধরে নিয়েছিল সবাই। সাকিব বলছেন, এই সিরিজে প্রমাণ হয়েছে বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে জয় নিশ্চিত ছিল না।

আজ রাজধানীর বনানীতে এক স্কুলে ডেঙ্গু সচেতনতামূলক একটি কার্যক্রমে অংশ নেন সাকিব। সেখানে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে খেলাটা হয়নি। সবাই ভেবেছে যে, আমাদের দুই পয়েন্ট নিশ্চিত ছিল। এই সিরিজে তো সেটা প্রমাণ হয়েছে যে, আমাদের দুই পয়েন্ট নিশ্চিত ছিল না। আমরা জিততেও পারতাম, হয়তো হারতেও পারতাম।’

সিরিজে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ সাকিব। অন্তত একটি জয় না পাওয়ার আক্ষেপ তার, ‘এই সিরিজটার কথা যদি শুধু বলি, অবশ্যই হতাশার। হয়তো সিরিজ হারলেও আমরা একটা ম্যাচও যদি জিতে আসতাম, আমাদের আত্মবিশ্বাসের জন্য কাজে আসত, সেটা হয়নি।’

দলের ব্যর্থতার কারণ কখনোই সবার সামনে বলতে চান না সাকিব। একই কথা শোনালেন আজও, ‘আসলে আমি সব সময় বলি যে, এগুলো সামনা-সামনি আমি কখনোই বলতে চাই না। সবাই জানার বিষয় বলে আমি মনে করি না। দলের সংশ্লিষ্ট যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, কোচিং স্টাফ আছে, খেলোয়াড়রা আছে- সবার সঙ্গে বসে বিষয়টা যদি আলোচনা করা যায় তাহলে ভালো হবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়