ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত কলেজের নতুন কর্মসূচি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত কলেজের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

নতুন কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১১টায় মানববন্ধন করবে শিক্ষার্থীরা। বদরুন্নেছা কলেজের সামনেই জড়ো হবে তারা। শুক্রবার কলেজটির সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জানা যায়, আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম মনিজা আক্তার মিতু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মহিউদ্দিন মাস্টার ও সালমা বেগমের মেয়ে তিনি। মিতু বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রেজাল্টে তিন বিষয়ে ফেল করে মিতু। যা মেনে নিতে না পেরে আত্মহত্যা করে।


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়