ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রহিমা খাতুন নামে এক গৃহবধূ মারা গেছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাতক্ষীরার সিভিল সার্জন শেখ আবু শাহীন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রহিমা খাতুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায়। তার স্বামীর নাম ইয়াসিন আলী।

রহিমার পরিবারের লোকজন জানান, ১ সেপ্টেম্বর থেকে রহিমা জ্বরে ভুগছিলেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবিনতি হলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়।

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/৩ সেপ্টেম্বর ২০১৯/শাহীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়