ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার ২.১০ টাকায় লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৯ এপ্রিল ২০২১  
সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার ২.১০ টাকায় লেনদেন

উৎপাদন বন্ধ থাকা সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার সোমবার (১৯ এপ্রিল) ২.১০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪.৪৫ শতাংশ কমে ডিএসইর দরপতনের শীর্ষে উঠে আসে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকঋণে জর্জরিত হয়ে দীর্ঘদিন উৎপাদন বন্ধ রয়েছে সিএন্ডএ টেক্সটাইলের। এতে শেয়ারের দরপতন হয়। বিনিয়োগকারীরা পড়ে বিপাকে।

ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৮ শতাংশ কমে সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়। 

আমান কটন ডিএসইতে দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭১ শতাংশ কমেছে এবং সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়।

ডিএসইতে দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অলটেক্স, বিডি থাই, বিডি ফাইন্যান্স, সিটি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। 

এনএফ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়