ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিডনিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ঝড়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিডনিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ঝড়

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে আজ মাঠে নেমেছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাট করতে নেমে ওয়ার্নারের সেঞ্চুরি ও ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।

নিজেদের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৩ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচানোর লড়াইয়ে এই রান তাড়া করে ব্যাট করছে সফরকারী পাকিস্তান।

আগের তিন ম্যাচ ওয়ানডেতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের। শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৩০ রানের ইনিংসটি খেলেন ডেভিড ওয়ার্নার। ১১৯ বল মোকাবেলায় ১১ চার ও ২ ছক্কায়  এ ইনিংস সাজান তিনি।

শেষদিকে ৪৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ঝোড়ো ইনিংসটি আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। এর আগে অধিনায়ক স্টিভেন স্মিথ ৪৯ এবং ত্রাভিস হেড ৫১ রান করে সাজঘরে ফেরেন।

বল হাতে পাকিস্তানের হয়ে হাসান আলী একাই ৫টি উইকেট নেন। এছাড়া একটি উইকেট পান মোহাম্মদ আমির।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়