ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিরিয়ায় ট্যাংকার-বোম বিস্ফোরণে নিহত বেড়ে ৪৮

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪১, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় ট্যাংকার-বোম বিস্ফোরণে নিহত বেড়ে ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আজাজ শহরে ট্যাংকার ট্রাক-বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জন।


আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলের এই শহরে প্রায়ই হামলার টার্গেট হচ্ছে বেসামরিক ও বিদ্রোহী জনত। এই শহরে বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক।


শনিবার বিকেলে এ হামলা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়েছে।


লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১৪ জন বিদ্রোহী রয়েছে। বাকিদের মধ্যে অধিকাংশই বেসামরিক লোকজন। বিদ্রোহীগোষ্ঠীর বিভিন্ন অংশের পাঁচজন ধর্মীয় বিচারকও নিহত হয়েছেন।


অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, বিস্ফোরণে কিছু দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে যে, সেগুলো শনাক্ত করতে সমস্যা হচ্ছে।


ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় ধোঁয়ার কু-লী উড়ছে। বিস্ফোরণে বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে গেছে। পরে বলুডোজার দিয়ে তা সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশের বেশ কিছু বিস্ফোরণের আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা যায়।


নভেম্বর মাসেও আজাজ শহরে বোমা হামলায় ২৫ জন নিহত হয়। প্রায়ই এ শহরে হামলা-হাঙ্গামা হয়ে থাকে। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করে থাকে বিদ্রোহীরা।


২০১১ সালে সিরিয়া গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। উদ্বাস্তু হয়েছে প্রায় ১ কোটি মানুষ। বর্তমানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কিছুটা স্বস্তিতে থাকলেও বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়