ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটজুড়েই এখন উপজেলা ভোটের হাওয়া

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ২৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটজুড়েই এখন উপজেলা ভোটের হাওয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ১২ উপজেলায় এখন ভোটের হাওয়া বইছে। আজ বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ সিলেটের ওসমানীনগর ছাড়া বাকি ১২ উপজেলার নির্বাচন। ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্রও জমা দিয়েছেন। বাছাইকার্য শেষও হয়েছে।

প্রতীক পেয়েই পুরোদমে নির্বাচনী মাঠে লড়াইয়ে নামবেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

তবে প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীরা একরকম প্রচার শুরু করে দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তারা প্রচারে নেমেছেন। তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে দোয়া চাইছেন ভোটারদের কাছে। নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতিও দিচ্ছেন। তাছাড়া এলাকায় পাড়া-মহল্লায় মতবিনিময়ে ব্যস্ত সময়ও পার করছেন প্রার্থীরা। আর ভোটারদের মাঝেও এ নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। চায়ের আড্ডা থেকে শুরু করে যানবাহনের যাত্রীরাও মেতেছেন উপজেলা নির্বাচনের আলোচনায়। সবমিলিয়ে নির্বাচনের হাওয়া বইছে সিলেটের উপজেলাগুলোতে।

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত হয়েছে ভোটকেন্দ্রও। একই সাথে নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং এবং পোলিং অফিসারের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১২ উপজেলার ৮১৫ ভোটকেন্দ্রে উপজেলা নির্বাচনের ভোট দেবেন ভোটাররা। আর ভোট গ্রহণে ১৪ হাজার ৫৭ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

নির্বাচন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১২ উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। এর মধ্যে ৯ লাখ ৮ হাজার ৯০ জন পুরুষ ও ৮ লাখ ৮৫ হাজার ৬২০ জন নারী ভোটার রয়েছেন।

এছাড়া ১২ উপজেলার ৪ পৌরসভা ও ৯৭ ইউনিয়নে ৮১৫ ভোটকেন্দ্র’র ৪ হাজার ৪১৪টি ভোট কক্ষ থাকবে। এরমধ্যে ৪ হাজার ৮৬টি স্থায়ী ও ৩২৮টি অস্থায়ী ভোট কক্ষ থাকবে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ৮১৫ জন প্রিসাইডিং অফিসার, ৪ হাজার ৪১৪ জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ৮ হাজার ৮২৫ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

সংখ্যার হিসাবে ভোটার গোলাপগঞ্জ উপজেলায় সর্বোচ্চ (২ লাখ ২২ হাজার ৫০০) এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় সর্বনিম্ন (৭২ হাজার ৬৫৪) ।

এছাড়া সিলেট সদর উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৩৩৫ জন, বিশ্বনাথে ১ লাখ ৫০ হাজার ৬৫৯ জন, বালাগঞ্জ উপজেলায় ৮০ হাজার ৬০৯ জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৯৬ হাজার ৫১৩ জন, কানাইঘাটে ১ লাখ ৭০ হাজার ২৮ জন, জকিগঞ্জ উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৪৮২ জন, গোয়াইনঘাটে ১ লাখ ৭৯ হাজার ৩০২ জন, জৈন্তাপুর উপজেলায় ১ লাখ ৬ হাজার ৬২২ জন, দক্ষিণ সুরমায় ১ লাখ ৭০ হাজার ৩৯১ জন এবং বিয়ানীবাজার উপজেলায় ১ লাখ ৭০ হাজার ৬১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্র থেকে পাওয়া তথ্য মতে, ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৬৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  সব মিলিয়ে তিনটি পদে ২০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে বাছাইয়ে চেয়ারম্যান পদে ১৫, ভাইস চেয়াম্যান পদে ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এদের মধ্যে আপিলে অনেকেই প্রার্থীতা ফিরে পেয়েছেন।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম জানান, নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সিলেট জেলার সবকটি উপজেলায় ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে নির্বাচনী কাজে কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রার্থী চূড়ান্ত হলেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।



রাইজিংবিডি/ সিলেট/ ২৭ ফেব্রুয়ারি ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়