ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে ইটভাটা থেকে ১১ শ্রমিক উদ্ধার

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ইটভাটা থেকে ১১ শ্রমিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি ইটভাটায় জোর করে আটকে রাখা ১১ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব। এসময় শ্রমিকদের আটকে রাখার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার তাজপুরের হক ব্রিকস ফিল্ডে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ইটভাটার মালিক আলোচিত এনাম পীর।

উদ্ধার হওয়া শ্রমিকরা হচ্ছেন- বাবুল মিয়া (২৮), মো. আক্তার হোসেন (২৭), মো. আবুল কালাম (২৯), আব্দুর রউফ (২৮), মো. আব্দুল হামিদ (৪২), মহররম আলী (১৮), আব্দুল হান্নান (৪০), দেলোয়ার হোসেন (১২), সেলিম মিয়া (১৩), রমজান আলী (৬২) ও মো. রমজান আলী (৫৬)।

শ্রমিকদের আটকে রাখার অভিযোগে আটক দুজন হচ্ছেন- মো. আরজু মিয়া (৩২) ও  জয়নাল মিয়া (৫৫)।

র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া শ্রমিকরা প্রায় তিনমাস ধরে ওই ইটভাটায় কাজ করছিলেন। কিন্তু তাদের কোনো বেতনভাতা না দিয়ে জোরপূর্বক আটকে রেখে কাজ করানো হচ্ছিল । এছাড়া তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছিল। অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে এবং দুজনকে আটক করেছে।’

উদ্ধারকৃত ব্যাক্তিদের এবং আটককৃতদের মঙ্গলবার দুপুরে ওসমানীনগর থানার হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।



রাইজিংবিডি/ সিলেট/ ২২ জানুয়ারি ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়