ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে ভোটগ্রহণ সামগ্রী যাচ্ছে কেন্দ্রে

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ভোটগ্রহণ সামগ্রী যাচ্ছে কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য সিলেটের ছয়টি আসনের সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী পাঠানো শুরু করেছে রিটার্নিং অফিস।

শনিবার সকাল থেকে জেলার সব উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে এসব নির্বাচনী মালামাল সরবরাহ করা হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদালুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। যথাসময়েই তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।’



দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে দেখা গেছে, এখান থেকে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনের কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী উত্তোলন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারি, ব্যালট পেপার, ব্যালক বাক্সম অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।




রাইজিংবিডি/সিলেট/২৯ ডিসেম্বর ২০১৮/আব্দুল্লাহ আল নোমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়