ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাতের সময়সূচি

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ১১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এ জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। 

জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে ওয়াজ করবেন হাফেজ মাওলানা মুফতি ওলিউর রহমান। শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখত এ তথ্য জানিয়েছেন।

ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত সকাল সাড়ে ৮টায় দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ। একই সময়ে শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ মাছিমপুরেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট কালেক্টরেট মাঠ, জজকোর্ট জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দান, ডাক বাংলা রোড নবাবী জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

তাছাড়া নগরীর কুদরত উল্যাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ঈদ জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা ও তৃতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদের প্রধান জামাত উপলক্ষে শাহী ঈদগাহে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও। পুরো ঈদগাহ ময়দানকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আগত মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে আসতে নিষেধ করেছে সিলেট মহানগর পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, এবার সিলেট মহানগর এলাকায় সবমিলিয়ে ৩৫৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈদগাহে ৯৫টি এবং মসজিদে অনুষ্ঠিত হবে ২৬৪টি ঈদ জামাত। প্রধান তিন ঈদ জামাতের স্থান ছাড়াও নগরীর অন্য ঈদগাহগুলোতেও নিরাপত্তা জোরদার রাখা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মহানগরের বাইরে সিলেটের ১১ উপজেলায় ৫৭১টি ঈদগাহ এবং ৯০৩টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

রাইজিংবিডি/সিলেট/১১ আগস্ট ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ