ঢাকা     শুক্রবার   ১০ মে ২০২৪ ||  বৈশাখ ২৭ ১৪৩১

সীতাকুণ্ডে ৪৫ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীতাকুণ্ডে ৪৫ রোহিঙ্গা যুবক আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি বাড়ি থেকে ৪৫ জন রোহিঙ্গা যুবককে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে এসব রোহিঙ্গা যুবকরা স্থানীয় এক ব্যক্তির আশ্রয়ে থেকে একটি কারখানায় কাজ করছিলো বলে পুলিশ জানিয়েছে। গোপনসূত্রে তথ্য পেয়ে মঙ্গলবার গভীর রাত সাড়ে ১২টার দিকে এদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামিম শেখ জানান, সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার জনৈক মোবারক হোসেনের আশ্রয়ে ছিলো ৪৫ রোহিঙ্গা যুবক। তারা বেশ কিছুদিন মোবারকের বাড়িতে আশ্রয়ে থেকে স্থানীয় একটি বেসরকারি কারখানায় কাজ করছিলো। পরে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গা যুবকদের আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। একই সাথে এই রোহিঙ্গাদের আশ্রয়দাতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
 

চট্টগ্রাম/রেজাউল/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়