ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চাপড়াখালী এলাকায় একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার দুপুরে উদ্ধার হওয়া মৃত বাঘিনীটি লম্বায় সাত ফুট। সেটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়েছে।

মৃত বাঘের ময়না তদন্তের জন্য কাজ শুরু করেছে প্রাণিসম্পদ বিভাগ। মঙ্গলবার দুপুরে মৃত বাঘটি উদ্ধার হলেও বুধবার দুপুরে তবে বিষয়টি গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার দুই জন প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে মৃত বাঘের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সেটির কিছু অঙ্গপ্রতঙ্গ সংগ্রহ করে বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

তিনি জানান, মৃত বাঘের চামড়া তারা সংরক্ষণ করবেন। দেহটি শরণখোলা রেঞ্জ কার্যালয়ের অভ্যন্তরে মাটি চাপা দেয়া হবে। 

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ করতে হবে। বিষক্রিয়ার ফলে নদী ও খালের পানি বিষযুক্ত থাকে। যার ফলে শুধু মাছ নয়, অন্যান্য প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঘটিও এর প্রভাবে মারা যেতে পারে।

বাঘটির মারা যাওয়ার সঠিক কারণ উদঘাটন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

 

রাইজিংবিডি/বাগেরহাট/২১ আগস্ট ২০১৯/আলী আকবার টুটুল/জেনিস/বকুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়