ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সুশিক্ষা না দিলে অনেক চেষ্টা ব্যর্থ হবে’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুশিক্ষা না দিলে অনেক চেষ্টা ব্যর্থ হবে’

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রাথমিকের শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা না গেলে অনেক চেষ্টাই ব্যর্থ হতে পারে।

মঙ্গলবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দুদকের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ সবাইকে একই সুতায় গাঁথতে হবে । তা না হলে টেকসই উন্নয়নে শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হতে পারে।’

তিনি বলেন, ‘বিদ্যালয়গুলোতে এমন পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আনন্দ অনুভব করে। প্রতিদিন তারা যেন বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি আনন্দ নিয়ে বাড়ি যেতে পারে।’

ইকবাল মাহমুদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘জাতি আপনাদের কাছে তাদের সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্মকে গচ্ছিত রাখে। আপনাদের দায়বদ্ধতা রয়েছে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/এম এ রহমান/ইভা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়