ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্কুলের ক্যালেন্ডারে ১৫ আগস্ট ‘জাতীয় আনন্দ দিবস’

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলের ক্যালেন্ডারে ১৫ আগস্ট ‘জাতীয় আনন্দ দিবস’

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি স্কুলের ক্যালেন্ডারে ১৫ আগস্ট কে ‘জাতীয় আনন্দ দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরবাগ বাজার সংলগ্ন ‘অক্সফোর্ড আইডিয়াল স্কুলের’ নামে ছাপানো ক্যালেন্ডারে এ আখ্যা দেয়া হয়। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার দিনটি ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করা হয়।

বিষয়টি গত মার্চ মাসে শিক্ষার্থীদের অভিভাবকদের নজরে আসে। তখন তারা প্রধান শিক্ষক নূর হোসেনের নজরে আনেন। তিনি এটিকে ‘অনিচ্ছাকৃত’ ভুল বলে অভিহিত করেন।

ক্যালেন্ডার মুদ্রণ ও ছাপানোর আগে এ ধরণের ভুলের বিষয়টি কেন কর্তৃপক্ষের নজরে আসল না তার সদুত্তর দিতে পারেননি তিনি।

নূর হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় শুক্রবার তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফকে নির্দেশ দেয়া হয়েছে। প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


রাইজিংবিডি/নোয়াখালী/৯ আগস্ট ২০১৯/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়