ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

স্থানীয়রা জানান, কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা আজ সকাল সাড়ে ৯টা থেকে নাবিস্কো মোড়ে সড়কের দু’পাশে অবস্থান নেন। সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। এ বিষয়ে সুরাহা না করেই গত তিন দিন ধরে কারখানায় কোনো শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাইজিংবিডিকে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়