ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জে বাড়ছে শীতজনিত রোগ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে বাড়ছে শীতজনিত রোগ

হবিগঞ্জ জেলাজুড়ে প্রচণ্ড শীতে শ্রমজীবী লোকজন পড়েছেন দুর্ভোগে।

এ অবস্থায় শীত নিবারণে তাদের গরম কাপড় সংকট দেখা দিয়েছে। গ্রাম ও শহরের চেয়ে পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। ঠান্ডা বাতাস আর কুয়াশা মিলিয়ে তাপমাত্রা কমে প্রকট হচ্ছে শৈত্যপ্রবাহ। শীতে কাঁপছে প্রাণীরাও।

এদিকে শীত থেকে রেহাই পেতে কম দামে গরম কাপড় কিনতে হুমড়ি খেয়ে পড়ছে লোকজন। অনেককে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। তীব্র শীতের কারণে বেড়েছে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ। এসব রোগে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া বলেন, ‘শীত থেকে রেহাই পেতে আমি কমদামি গরম কাপড় কিনেছি।’ তার মতো শত শত লোকজন গরম কাপড় কিনছেন শীত থেকে রক্ষার জন্য।

রেলওয়ে জংশন এলাকার বাসিন্দা সায়েদ মিয়া বলেন, ‘আমাদের এখানে শীতের তীব্রতা বেশি। গরম কাপড় নেই। আমাদের সহায়তা করুন।’

চুনারুঘাটের সাতছড়ি উদ্যানের ত্রিপুরা পুঞ্জির হেডম্যান চিত্ত রঞ্জন দেববর্মা বলেন, ‘পাহাড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এ অবস্থায় জেলা প্রশাসকের কাছে আমরা শীতবস্ত্র সহায়তা কামনা করছি।’

ভিক্ষুক ভিংরাজ মিয়া জানান, ‘এ শীতে রক্ষা পাওয়া তার কঠিন হয়ে পড়েছে। জেলা শহরের লোকজনের বারান্দায় তিনি রাতযাপন করেন। তিনিও শীতবস্ত্র কামনা করেছেন।’

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারের কাছে কম্বল পাঠানো হয়েছে। তারা এগুলো সমহারে প্রকৃত শীতার্তের মাঝে বিতরণ করে দিচ্ছে।’

 

হবিগঞ্জ/মামুন চৌধুরী/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়