ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাসপাতাল যন্ত্রপাতিতে লোপাট ৬ কোটি : মামলায় আসামি ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতাল যন্ত্রপাতিতে লোপাট ৬ কোটি : মামলায় আসামি ৫

হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৬ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ড. শেখ শাহজাহান আলীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আব্দুস সাত্তার সরকার ও মো. আহসান হাবীব, বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিকেল কোম্পানির মালিক মো. জাহের উদ্দিন সরকার এবং ইউনির্ভাসেল ট্রেড কর্পোরেশনের মালিক মো. আসাদুর রহমান।

এজহারে বলা হয়,জালিয়াতির আশ্রয় নিয়ে 'ÔPICTURE ARCHIVING ANDCOMMUNICATION SYSTEM’ সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারীজ  সরবরাহ না করে ভূয়া বিল দাখিল করে।  উক্ত বিলের  সরকারের ৬ কোটি লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন আসামিরা। অপরাধের প্রমাণ পাওয়ায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেছে।

 

ঢাকা/এম এ রহমান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়