ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘হৃদয় নিংড়ানো কথার গান গাইলাম’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হৃদয় নিংড়ানো কথার গান গাইলাম’

সাবিনা ইয়াসমীন

বিনোদন ডেস্ক : গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।  অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। এ তালিকায় রয়েছে দেশাত্মবোধক গানও। স্বাধীনতার মাস মার্চ। এ উপলক্ষে ‘বাংলার মাটিতে লেখা’ শিরোনামের দেশাত্মবোধক একটি গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতজ্ঞ। গানের কথা লিখেছেন সহিদ রাহমান। সুর করেছেন আলাউদ্দীন আলী। সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

নতুন এ গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘অনেক দিন পর হৃদয় নিংড়ানো কথার একটি গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’

সংগীতজ্ঞ আলাউদ্দীন আলী এ প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘদিন পর সাবিনা ইয়াসমীনের জন্য একটি গানের সুর করলাম। তাও সহিদের মতো গুণী একজন গীতিকারের কথায়। সব মিলিয়ে এ গানটিও মানুষ মনে রাখবে বলে আমার বিশ্বাস।’

গীতিকার সহিদ রাহমান বলেন, ‘সকল প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। আর শিল্পী হিসেবে সাবিনা ইয়াসমীনকে বেছে নেওয়ার কারণও এটা। কারণ তিনি সর্বজন স্বীকৃত একজন সংগীতশিল্পী। তার গানের ভক্ত নন এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। আশা করি, তার অনেক কালজয়ী গানের মতো এ গানটিও মানুষের মনে জায়গা করে নেবে।’

ইতিমধ্যে এ গানের দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে দৃশ্যধারণের কাজ হয়েছে। খুব শিগগির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গানটির প্রচার শুরু হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৭/শান্ত/মারুফ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়