ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৬ হাজার মেট্রিক টন বর্জ্য ডিএসসিসির অপসারণ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬ হাজার মেট্রিক টন বর্জ্য ডিএসসিসির অপসারণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ঈদুল আজহায় কোরবানির পর ২৪ ঘন্টায় প্রায় ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। ফলে এই এলাকায় প্রায় শতভাগ কোরবানির বর্জ্য মুক্ত হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে নগর ভবনে কোরবানীর বর্জ্য অপসারণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদুল আজহার দিন অর্থাৎ সোমবার বিকেল ৩টা হতে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে ১৭টি পশুর হাটের বর্জ্য ও কোরবানির বর্জ্য মিলে প্রায় ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘পুরনো ঢাকাবাসীগণ ঈদুল আজহার ২য় এবং ৩য় দিনেও পশু কোরবানি দিয়ে থাকেন। তাই এ দুদিনে আরো ৫ হাজার মেট্রিক টন বর্জ্য হবে বলে ধারনা করা হচ্ছে, যা ডিএসসিসি দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করবে।’ 

বর্জ্য অপসারণ কাজে সহযোগিতা করার জন্য তিনি নগরবাসীদের আন্তরিক ধন্যবাদ জানান। 

সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাদের অক্লান্ত পরিশ্রম এবং নাগরিকদের সহযোগিতার ফলেই নগরীকে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত করার এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে।’ 

তিনি ডিএসসিসির আওতাধীন এলাকার নাগরিকদের কোরবানির বর্জ অপসারণ সেবা পেতে ০৯৬১১০০০৯৯৯ হটলাইন নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন। 

নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মুকসুদ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডোর জাহিদ হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়