ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২০ মিনিট আগে শুরু হবে চতুর্থ দিনের খেলা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ মিনিট আগে শুরু হবে চতুর্থ দিনের খেলা

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক: চতুর্থ দিনে গেল চট্টগ্রাম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া শেষ ম্যাচটি শেষ হয়েছিল তৃতীয় দিনে। বাংলাদেশ স্রেফ উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।  এবার উইকেটে তেমন স্পিন থাকলে তৃতীয় দিনেই হয়তো ম্যাচ শেষ হতে পারত।  হয়নি। বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ গড়িয়েছে চতুর্থ দিনে।  ম্যাচের নাটাই এখন আফগানিস্তানের হাতে।  দলটির খেলোয়াড় ইব্রাহিম জারদান মনে করেন তারা জয়ের পথে ৭০ ভাগ এগিয়ে আছেন।

শনিবার তৃতীয় দিন শেষে আফগানিস্তানের স্কোর ৮ উইকেটে ২৩৭ রান।  সফরকারীরা প্রথম ইনিংসে লিড পেয়েছিল ১৩৭ রানের।  সব মিলিয়ে তাদের লিড এখন ৩৭৪ রান।  বাংলাদেশ নিশ্চিত ম্যাচে পিছিয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না।  তবে বাংলাদেশ শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করবে সেটাও নিশ্চিত।  এজন্য রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা শেষ করতে পারেননি আম্পায়াররা।  ম্যাচ শেষ হয় ১৭ মিনিট আগে।  দিনের খেলা পুষিয়ে নিতে রোববার ২০ মিনিট আগে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।  সকাল ১০টার পরিবর্তে ম্যাচ শুরু হবে ৯টা ৪০ মিনিটে।  পুরো দিন খেলা হবে ৯৫ ওভার।

চতুর্থ দিনেই চট্টগ্রাম টেস্ট শেষ হয় কিনা সেটাই দেখার।  কারা বিজয়ের মালা পড়বেন? রশিদ খান নাকি সাকিব আল হাসান।  উত্তর জানতে অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।


রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়