ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বদলি আদেশে স্বাক্ষর করেছেন উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখার সুপার মিজানুর রহমানকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার আলিমুজ্জামানকে ফরিদপুরের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদকে মৌলভীবাজারের পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার লিটন কুমার সাহাকে নাটোরের পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, ডিএমপির ‍উপ-কমিশনার আকবর আলী মুনসীকে নেত্রকোনার পুলিশ সুপার, ডিএমপির ‍উপ-কমিশনার এস এম মুরাদ আলীকে মেহেরপুরের পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদীর পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের পুলিশ সুপার, মেহেরপুরের পুলিশ সুপারকে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ পরিদর্শক, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ পরিদর্শক, ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন খানকে ডিএমপির উপ-কমিশনার, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরীকে ডিএমপির উপ-কমিশনার, সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপির উপ-কমিশনার, লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দীনকে ডিএমপির ‍উপ-কমিশনার, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানকে হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার (প্রশাসন অ্যান্ড প্ল্যানিং), নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে রেলওয়ে পুলিশের সুপার, মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জ কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদকে ডিএমপির উপ-কমিশনার, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. আনিসুর রহমানকে ডিএমপির উপ-কমিশনার, বিশেষ শাখার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার, বিশেষ শাখার পুলিশ সুপার ফরহাত আহমেদকে নোয়াখালীতে পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার, বিশেষ শাখার পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির উপ-কমিশনার মাসুদ আহম্মদকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়