ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বিশ্বসুন্দরী’র দেখা মিলবে ২৭ মার্চ

প্রকাশিত: ১৯:৫৪, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বসুন্দরী’র দেখা মিলবে ২৭ মার্চ

পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’ খ্যাত চিত্রনায়িকা পরীমনি। তার পরবর্তী সিনেমা ‘বিশ্ব সুন্দরী’।

চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে এটি।

পরিচালক জানান, আগামী ২৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিশ্বসুন্দরী’। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

পরী-সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন—আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন, সীমান্ত প্রমুখ।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র এটি। এর আগে তিনি প্রায় ৪০০টি একক ও ১৮টি ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন।

 


ঢাকা/রাহাত সাইফুল/নাসিম/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়