ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩৩ হাজার শিক্ষার্থী বুধবার থেকে টিফিন পাবে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৩ হাজার শিক্ষার্থী বুধবার থেকে টিফিন পাবে

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ হাজার শিক্ষার্থী বুধবার থেকে দুপুরের টিফিন পাবে।

বুধবার রাউজানে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

এবিএম ফজলে করিম চৌধুরী রাইজিংবিডিকে জানান, শিক্ষার্থীদের স্কুলমুখী ও পড়ালেখায় অনুপ্রাণিত করতে রাউজান উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৩ হাজার শিক্ষার্থীকে বুধবার থেকে সম্পূর্ণ বিনা পয়সায় দুপুরের টিফিন সরবরাহ করা হবে। টিফিন বিতরণ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে ঠিকাদার। বুধবার দুপুরে রাউজান উপজেলা অডিটরিয়ামে টিফিন সরবরাহ কর্মসূচির উদ্বোধন করা হবে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জানুয়ারি ২০১৭/রেজাউল করিম/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়