ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৮ম দিনে নতুন ১০৯ বই

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮ম দিনে নতুন ১০৯ বই

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিনে বুধবার মেলায় এসেছে ১০৯টি নতুন বই। এর মধ্যে ১৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলা একাডেমির তথ্য মতে, নতুন বইয়ের মধ্যে জনপ্রিয় প্রকাশনী এনেছে শ্যাম সুন্দর শিকদারের ‘গোলাপের কাছে যাব’, কথা প্রকাশ এনেছে পিয়াস মজিদের ‘কবিতাজীবনী’, প্রান্ত প্রকাশন এনেছে গাজী মুনছুর আজিজের ‘অনন্য আরো’, অনুপম প্রকাশনী এনেছে মুহম্মদ জাফর ইকবালের ‘ফুলিদের বাস’, সাহস পাবলিকেশন্স এনেছে এমদাদুল হক হৃদয়ের ‘এ জার্নি বাই মীরাক্কেল’, নন্দিতা প্রকাশ এনেছে মাহবুব মোর্শেদের ‘প্রজনন স্বাস্থ্য বিজ্ঞান’।

জাগৃতি প্রকাশনী এনেছে মুহম্মদ জাফর ইকবালের ‘ভূতের বাচ্চা সোনায়ামান’, অনন্যা এনেছে গোলাম মাওলা রনির ‘তাসের ঘরে বাঁশের খুঁটি’, হুমায়ূন আহমেদের ‘মিসির আলীর গল্পমালা’, অনিন্দ্য প্রকাশ এনেছে ইকবাল হাসানের ‘ছায়ামুখ ও আশ্চর্যকুহক’।

রয়েল পাবলিশার্স এনেছে শশিউর রহমানের ‘বিজ্ঞানের হাজার প্রশ্নের জবাব’, ঐতিহ্য এনেছে ইমরুল কায়েসের ‘আনলাকি থারটিন অতপর প্যারিস’, পাঞ্জেরী পাবলিকেশন্স এনেছে সারওয়ার উল ইসলামের ‘আমরা করব জয়’।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়