ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া ‘বাশার স্মৃতি’ পরিবহণের সুপারভাইজার মো. ফয়সাল মিজানকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। সোমবার (২৪ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে মো. ফয়সাল মিজান (২০) নামের ওই সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) গ্রামের মৃত-নুুরুল ইসলাম হাওলাদারের ছেলে।
সোমবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাব।
এদিকে ওই ঘটনার পর থেকে বাসটির চালক মোহন খান (৪০) এবং হেলপার আকাশ (১৮) ওরফে বুলেট পলাতক রয়েছেন।
ছত্রকান্দা এলাকায় বাস দুর্ঘটনায় ১৭ যাত্রী নিহতের ঘটনায় গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদি হয়ে মামলা করেন। মামলায় দুর্ঘটনা কবলিত বাশার স্মৃতি পরিবহণের চালক, সুপারভাইজার ও হেলপারকে আসামি করা হয়। ঝালকাঠি থানার এসআই আবদুল্লাহ আল মামুনকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, সুপারভাইজার মো. ফয়সালকে র্যাব সদস্যরা রাতে ঝালকাঠি থানায় হস্তান্তর করেছেন। এই মামলার বাকি দুই আসামি গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হন। আহত হন ৩৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।