কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। ৫ ফুট লম্বা আকৃতির ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাবরাংয়ের বাহারছড়া নৌকা ঘাটে ডলফিনটি মৃতাবস্থায় ভেসে আসে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম।
মোহাম্মদ সেলিম জানান, মৃত ডলফিনটি অনুমানিক ৫ ফুট লম্বা। শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে। ডলফিনটি দেখতে লোকজন ভিড় করেন। ধারণা করা হচ্ছে, জাহাজের ধাক্কা বা জেলেদের জালে আটকা পড়ার পর প্রাণীটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। প্রাণীটিকে মাটিতে পুঁতে ফেলতে মৎস্য বিভাগ ও বনবিভাগকে বলা হয়েছে।