বিনোদন

প্রশ্ন-উত্তর বিতর্ক, ব্যাখ্যা দিলেন অমিতাভের শোয়ের প্রযোজক

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক তিনি। বর্তমানে এই শোয়ের ১৩তম মৌসুম চলছে।

এদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের গত পর্বের একটি প্রশ্ন-উত্তর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিযোগী দীপ্তি টিউপের কাছে লোকসভা শুরুর নিয়ম জানতে চান অমিতাভ বচ্চন। এরপরই মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক ব্যক্তি দাবি করেন— অনুষ্ঠানে প্রশ্ন ও উত্তর দুটিই ভুল করা হয়েছে।

বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক তৈরি হলে এর ব্যাখ্যা দিয়েছেন শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু। এক টুইটে তিনি জানান, প্রশ্ন এবং উত্তরে কোনো ভুল নেই। লোকসভা এবং রাজ্যসভার হ্যান্ডবুক দেখুন। সংসদের দুই কক্ষে প্রশ্ন-উত্তর পর্ব দিয়ে শুরু হয়। তারপর হয় জিরো আওয়ার। তবে স্পিকার বা চেয়ারম্যানের নির্দেশে তা বদলাতে পারে।

প্রায় দুই দশক ধরে চলছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। তবে এই দীর্ঘ সময়ে তেমন কোনো বিতর্ক ছাড়াই চলছে এই গেম শো। যদিও এর আগে কেউ কেউ অভিযোগ করেন— এই অনুষ্ঠানে প্রতিযোগীদের দুঃখের কথা শুনিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করা হয়। তবে সেই অভিযোগও অস্বীকার করেছিলেন প্রযোজক।