আর মাত্র কয়েক ঘণ্টা পরে বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ সেতুতে গাড়ি চালানোর সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার নির্ধারন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এসব নিয়মের কথা জানায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ জুন) জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন (রোববার) ভোর ৬টা থেকে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার করতে পারবে গাড়ি।
পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে সেতু ব্যবহারকারীদের জন্য নির্দেশনাগুলো হলো-
১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।
২. পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।
৩. তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না।
৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।
৫. সেতুর ওপরে কোনও ধরনের ময়লা ফেলা যাবে না।