বিনোদন

ওজন বেড়েছে অক্ষয়ের, জানালেন রহস্য

ওজন বেড়েছে অক্ষয়ের, জানালেন রহস্য

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন তিনি। নিয়ম মেনে সবকিছু করেন। কিন্তু হঠাৎ করে ওজন বাড়িয়েছেন। অবশ্য নিজেই এর রহস্য জানিয়েছেন তিনি।

খুব শিগগির তার ‘রক্ষা বন্ধন’ সিনেমান শুটিং শুরু করবেন অক্ষয়। সিনেমার জন্য পাঁচ কেজি ওজন বাড়াতে হয়েছে তাকে। তবে এক্ষেত্রে ফিটনেসের দিকে ঠিকই নজর রেখেছিলেন অক্ষয়।

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা বলেন, ‘চরিত্রের প্রয়োজনে ওজন বৃদ্ধি ও কমানোর বিষয়টি আমি খুবই উপভোগ করি। কারণ এটি খুবই স্বাস্থ্য সম্মতভাবে করি। আমি পাঁচ কেজি ওজন বাড়িয়েছি খুবই প্রাকৃতিক উপায়ে। আর এর জন্য মায়ের হাতের হালুয়া খাওয়ার সুযোগ হয়েছে। খুবই সৌভাগ্যের বিষয়।’

‘রক্ষা বন্ধন’ সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রায়। এতে আরো অভিনয় করছেন ভূমি পেডনেকার। চলতি বছর ৫ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বর্তমানে অক্ষয়ের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘সূর্যবংশী’। এছাড়া ‘বেল বটম’, ‘বচ্চন পান্ডে’, ‘আতরাঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।