করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে আবারো প্রেক্ষাগৃহে বলিউড সিনেমা। মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভারতে ১ হাজার ৬২০ এবং ভারতের বাইরে ২২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিশ্লেষকদের মতে, সিনেমাটির বক্স অফিসের শুরুটা খারাপ হয়নি। করোনার বিধি নিষেধের মধ্যেই প্রথম দিনে এই সিনেমার আয় প্রায় ২.৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে। শুক্রবার সিনেমাটির আয় ছিল ২.৩০- ২.৫০ কোটি রুপি। চার দিনের উইকেন্ড শেষে আয় ১০ কোটি রুপি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
‘বেল বটম’ সিনেমায় একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার কোড নেম বেল বটম। বিমান অপহরণ ঘটনা নিয়ে সিনেমার গল্প। স্পাই-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন রণজিত এম তিওয়ারি। সিনেমাটিতে আরো আছেন— লারা দত্ত, হুমা কুরেশি, জ্যাকি ভগনানি, বাণী কাপুর প্রমুখ।