অস্ট্রেলিয়া ওপেন শুরুর ৬ দিন আগে বুধবার মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছেই বিপত্তির মুখোমুখি নোভাক জোকোভিচ। করোনার টিকা নেওয়ার প্রমাণ দিতে না পারায় সার্ব টেনিস তারকার ভিসা বাতিল করেছে দেশটির সীমান্ত বাহিনী। তাকে দেশে ফেরত পাঠানোর কথা থাকলেও সেটা আপাতত বিলম্বিত করেছে অস্ট্রেলিয়ান সরকার। জোকোভিচের এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল।
জোকোভিচ ও নাদাল- এবার দুজনেরই মিশন রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জেতা। কিন্তু ভিসা জটিলতায় সার্ব তারকার সেই স্বপ্নভঙ্গ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের এক নম্বর তারকার প্রতি নাদাল সহানুভূতি প্রকাশ করলেও তা সামান্য বলা যায়। দুজনই ২০টি করে গ্র্যান্ড স্লাম জিতলেও করোনার টিকা নেওয়ার ব্যাপারে মুদ্রার উল্টোপিঠ। গত মাসে করোনায় আক্রান্ত হওয়া নাদাল অগুণতি মানুষের মৃত্যুর কারণ হওয়া এই মহামারি রোধে টিকা নেওয়ায় বিশ্বাসী, দুই ডোজ নিয়েছেনও। অন্যদিকে জোকোভিচ এর বিরোধী।
অস্ট্রেলিয়ান ওপেনের ওয়ার্মআপ ম্যাচ জেতার পর জোকোভিচের আটকে পড়া প্রসঙ্গে নাদাল বলেছেন, ‘আমিও কোভিডের মধ্যে দিয়ে গিয়েছি, দুইবার টিকাও দিয়েছি। যদি আপনি টিকা নেন, তাহলে এখানে খেলতে কোনো সমস্যা হবে না। এটা একেবারে পরিষ্কার ব্যাপার।’
করোনার ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে ও স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে টিকা নেওয়ার বিকল্প নেই বললেন স্প্যানিশ তারকা, ‘আমার কাছে পরিষ্কার ব্যাপার হলো টিকা নিলে আপনি অস্ট্রেলিয়ান ওপেন ও সব জায়গায় খেলতে পারবেন। আমার মতে এই নিয়ম না মানার কারণে বিশ্ব বেশ ভুগছে।’
জোকোভিচ তার নিজের সিদ্ধান্তের কারণে এমন ভোগান্তির মুখে পড়ল বললেন নাদাল, ‘সে তার নিজের সিদ্ধান্ত নিয়েছে, সবারই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু পরিণতি ভোগ করতেই হবে। সে এমন অবস্থায় পড়ায় অবশ্যই আমি খুশি নই। তার জন্য আমার দুঃখ হচ্ছে। কিন্তু একই সঙ্গে সে কয়েক মাস আগে থেকে এই পরিস্থিতি জানত। সে তার সিদ্ধান্ত নিজে নিয়েছে।’