সারা বাংলা

কেসিসি নির্বাচন: ২ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 

কেসিসি নির্বাচন: ২ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচিতরা হলেন- নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের এস এম খুরশিদ আহম্মেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন।

শুক্রবার (২৬ মে) খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এতথ্য জানান। 

মো, আলাউদ্দিন জানান, খুলনা সিটি করপোরেশনের এই দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় দুই জনকে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

তিনি আরও জানান, গত ১৬ মে ১৩ নম্বর ওয়ার্ডে একজন মাত্র প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর ঋণ খেলাপির কারণে ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. শমসের আলী মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়। আপিলেও তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা মিন্টু উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছিলেন, এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, যদি উচ্চ আদালত কোনো নির্দেশনা দেয়, তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শমসের আলী মিন্টু জানান, ইতোমধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। রোববার (২৮ মে) শুনানির কথা রয়েছে।

প্রসঙ্গত, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টোনা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। আর ২৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।