খেলাধুলা

ঢাকায় লিটন, দুবাইয়ে সাকিব

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষে ঢাকায় ফিরেছেন লিটন দাস। তবে ফেরেননি সাকিব আল হাসান। কলম্বো থেকে দুবাইয়ে গিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে তার একটি স্বর্ণের দোকান উদ্বোধনের কথা রয়েছে। দুজনেই খেলেছেন গল টাইটান্সের হয়ে।

রোববার দুপুরে কলম্বো থেকে ঢাকায় ফেরেন লিটন। তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে ঢাকায় এসেছিলেন, এরপর আবার যান শ্রীলঙ্কায়। গলের হয়ে লিটনের যাত্রা ভালো ছিল না। ৩ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৪ রান। দল বাদ পড়ে দ্বিতীয় কোয়ালিফায়র থেকে।

অন্যদিকে দুবাই থেকে সাকিবের দেশের ফেরার কথা রয়েছে ২৩ আগস্ট। বল হাতে এলপিএলে উজ্জ্বল ছিলেন সাকিব, ১০ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৫.৭০ রান। ব্যাট হাতে ততোটা আলো ছড়াতে পারেননি। সমান ম্যাচে ৯ ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৩৮ রান। সাকিব কানাডায় ৫ ম্যাচ খেলে কলম্বোয় উড়াল দিয়েছিলেন।

আগামীকাল থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে লিটনের। সাকিব ফিরলে তিনি শেষ দুই দিন অনুশীলন করতে পারবেন। এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা উড়াল দেওয়ার আগে বাংলাদেশ দল ২৫ আগস্ট পর্যন্ত অনুশীলন করবে।