খেলাধুলা

বৃষ্টি বাধার মুখে নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

বৃষ্টি বাধার মুখে পড়েছে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ম্যাচটি। ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টি নেমেছে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। তাতে টসের পাশাপাশি ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। ঢেকে রাখা হয়েছে পিচ।

বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচের টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস করতে মাঠেই নামতে পারেননি দুই দলের অধিনায়ক। ফলে টসের সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়। কিন্তু বৃষ্টি না থামায় কভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। 

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে এখনও জয়ের দেখা পায়নি নেদারল্যান্ডস। কেবল বিশ্বকাপ ইতিহাস নয়, ওয়ানডে ফরম্যাটেই কখনো ডাচদের বিপক্ষে হারের রেকর্ড নেই প্রোটিয়াদের। 

এখন পর্যন্ত সব মিলিয়ে ৭ বারের দেখায় ৬ জয় দক্ষিণ আফ্রিকার। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সবশেষ ৫ ওয়ানডের সবকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে ৩ হারের বিপরীতে নেদারল্যান্ডসের জয় ২টিতে। তাতে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টেম্বা বাভুমার দল। 

তবে সবকিছু পরিসংখ্যান দিয়ে বিচার করা সম্ভব নয়। বিশ্বকাপের মূলমঞ্চে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো দেশকে পেছনে ফেলে এসেছে ডাচরা। সে হিসেবে যেকোনো অঘটন ঘটাতে পারে দলটি।