বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। আসরে দুই দলের দিকে তাকালে দেখা যাবে দুই ভিন্ন চিত্র। যেখানে দক্ষিণ আফ্রিকা সমানে উড়ছে, বিপরীতে নিজেদের হারিয়ে খুঁজছে এলোমেলো পাকিস্তান। আজ প্রোটিয়াদের লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা, পাকিস্তান নামছে জয়ের খোঁজে।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চেন্নাইয়ে মাঠে নামবে দুই দল। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা পাকিস্তান শেষ তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে। সেমিফাইনালে যেতে হলে জিততে হবে বাকি ৪ ম্যাচ। এদিকে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের মধ্যে চারটিই জিতেছে তারা।
আজ আরেক জয়ের লক্ষ্যে ফাস্ট বোলিং অলাউরান্ডার তাবরেজ শামসিকে ফেরাতে পারে প্রোটিয়ারা। একাধিক পরিবর্তন আসতে পারে পাকিস্তান একাদশেও। ফখর জামান ফিরতে পারেন এ ম্যাচে। লেগ স্পিনার উসামা মিরের ব্যর্থতায় ক্ষুব্ধ টিম ম্যানেজম্যান্ট ফেরাতে পারে সালমান আলী আঘাকে।
ওয়ানডেতে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও প্রোটিয়াদের দাপট। এখন পর্যন্ত খেলা দুদলের ৮২টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৫০টিতে জয় আছে দক্ষিণ আফ্রিকার, বিপরীতে ৩১ জয় পাকিস্তানের।
বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে প্রোটিয়ারা। দুই দল পরস্পরের বিপক্ষে বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ খেলেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় তিনটি ম্যাচে। বাকি দুটি ম্যাচ জিতেছে পাকিস্তান।
২০১৫ ও ২০১৯ সালের দুই আসরেই আবার জয়ের মুখ দেখেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তানিরা। এখন দেখার পালা, আজ প্রোটিয়াদের জয়ের সংখ্যা বাড়ে নাকি পাকিস্তানের শেষ চারের আশা টিকে থাকে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, আইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।