নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান বনে যান গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না তার। আজ বুধবার গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার সতীর্থদের সঙ্গে গুজরাটের ‘কালহার ব্লুজ অ্যান্ড গ্রিনস ক্লাবে’ গলফ খেলতে যান তিনি। সেখানে গলফ কার্টের পেছনে বসেন। হঠাৎ সেখান থেকে পরে যান ম্যাক্সওয়েল এবং মাথায় আঘাত পান। মৃদু কনকাসনও হয় তার। মূলত সে কারণেই তাকে শনিবারের ম্যাচে খেলানো হবে না।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় ম্যাক্সওয়েল। সে ছয় থেকে আটদিনের কনকাসন প্রটোকলের মধ্যে থাকবে। সে সময়ের মধ্যে ইংল্যান্ডের ম্যাচটিও রয়েছে। সে কারণে খেলা হবে না তার।’
‘এটা আসলে নিছক একটি দুর্ঘটনা ছিল। ম্যাক্সওয়েল নিঃসন্দেহে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আশা করছি একটি ম্যাচই তাকে ছাড়া আমাদের খেলতে হবে। প্রটোকল শেষ হলেই সে দলে ঢুকবে।’ -যোগ করেন তিনি।
এর আগে গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। সেই ইনজুরির কারণে ১০ মাস খেলতে পারেননি তিনি।
অবশ্য ম্যাক্সওয়েল গেল বছরের নভেম্বরে মেলবোর্নে জন্মদিনের পার্টিতে পা ভেঙেছিলেন। এবার গলফ কার্ট থেকে পড়ে আহত হলেন। তার পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ক্যামেরন গ্রিন অথবা মার্কাস স্টয়েনিসকে সুযোগ দেওয়া হতে পারে।