খেলাধুলা

ম্যাক্সওয়েল ঝড়ে ভেঙে পড়লো যেসব রেকর্ড

অবিশ্বাস্য, অতিমানবীয়, অভাবনীয়, অতুলনীয়— কোনো বিশেষণই যেন যথেষ্ট নয় গ্লেন ম্যাক্সওয়েলের ২০১* রানের ঝড়ো ইনিংসের জন্য। স্কোরবোর্ডে রান নেই, স্বীকৃত কোনো ব্যাটসম্যান নেই, শরীরের সায় নেই— কিন্তু কোনো কিছুই তাকে টলাতে পারেনি। বিশ্বাসে চিঁড় ধরাতে পারেনি। সব প্রতিকূলতা আর অসম্ভবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলেন অনন্য এক ইনিংস। ১২৮ বলে ২১টি চার ও ১০ ছক্কায় তার অপরাজিত ২০১ রানের সুবাদে অস্ট্রেলিয়াও পায় ৩ উইকেটের অবিশ্বাস্য জয়। নিশ্চিত করে সেমিফাইনাল। চলুন দেখে নেওয়া যাক ম্যাক্সওয়েল ঝড়ে যেসব রেকর্ড ভেঙে পড়েছে।

এক. ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসন অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন। যা ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। কিন্তু ১২ বছর পর মঙ্গলবার (০৭ নভেম্বর, ২০২৩) ম্যাক্সওয়েল ঝড় তুলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সেই রেকর্ড ভেঙে দেন।

দুই. এদিন বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ডাবল সেঞ্চুরিয়ান হন ম্যাক্সওয়েল। তার আগে ক্রিস গেইল (২১৯) ও মার্টিন গাপটিল (২৩৭) ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে। তারা দুজন অবশ্য আগে ব্যাটিং করে পেয়েছিলেন দ্বিশতকের দেখা। তবে গতকাল রান তাড়া করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে যান ম্যাক্সওয়েল।

তিন. ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স এদিন অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়েন। সপ্তম উইকেট কিংবা তার পরের জুটিতে এটিই সর্বাধিক রানের রেকর্ড। তাদের আগে সপ্তম উইকেট কিংবা তার পরের জুটিতে সর্বাধিক রানের রেকর্ড ছিল জস বাটলার-আদিল রশিদের, ১৭৭ রানের। সেটা ভেঙে দিয়ে ২০২* রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল-কামিন্স।

চার. যারা ক্রিকেট ভালোবাসেন, তাদের নিশ্চয়ই ১৯৮৩ বিশ্বকাপে কপিল দেবের অবিশ্বাস্য ১৭৫ রানের ইনিংসের কথা মনে আছে। সেটার পাশাপাশি কঠিন পরিস্থিতিতে ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের ইনিংসটির কথাও এখন থেকে মনে রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের। যেখানে কপিল দেবকেও ছাপিয়ে গেলেন অজি এই অলরাউন্ডার।

পাঁচ. বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো এতো বেশি রান তাড়া করে জয় পায়নি অস্ট্রেলিয়া। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২৮৭ রান তাড়া করে জিতেছিল তারা। ম্যাক্সওয়েল ঝড়ে এবার ২৯২ রান তাড়া করে জিতে নতুন রেকর্ড গড়লো অজিরা।