আবারও পাকিস্তান জাতীয় দলের হয়ে দেখা যাবে ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে ফিরেছেন এই পেসার। জায়গা পেয়েছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ১৭ সদস্যের দলেও। এবার জাতীয় দলের জার্সি গায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভুতি ব্যক্ত করেছেন আমির।
সম্ভাবনাময় ক্যারিয়ার ছিল আমিরের। তবে স্পট ফিক্সিং ও নানা ঝামেলায় জড়িয়ে মাঝপথেই থমকে যায় ক্যারিয়ার। সব কাটিয়ে এ নিয়ে তৃতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন তিনি। আবারও পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমির লিখেছেন, ‘আল্লাহর নাম নিয়ে শুরু করছি আবার, প্রায় চার বছর পর।’
আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের উত্থান ছিল স্বপ্নের মতো। তবে ২০১০ সালে ইংল্যান্ড সিরিজে স্পট ফিক্সিংয়ের দায়ে তাকে দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। খাটেন জেলও। তারপর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন প্রতিভাবান এই বোলার। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও দলে ফিরলেও বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আচমকা অবসরও নিয়েছিলেন।
পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমির। ৩২ বছর বয়সী এই পেসার দেশের হয়ে ৫০ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫৯ উইকেট। এছাড়া ৬১ ওয়ানডেতে নিয়েছেন ৮১ উইকেট। টেস্টে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন আমির। মাত্র ৩৬ টেস্ট খেলে নিয়েছেন ১১৯ উইকেট।