কোনো স্পন্সর প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া গত ১১ মার্চ শুরু হয়েছিলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল)। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টটি শেষ হয়েছে আজ সোমবার (৬ মে) আবাহনী লিমিটেডের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে।
রাইজিংবিডির পাঠকদের জন্য এক নজরের ঢাকা লিগের খুঁটিনাটি তুলে ধরা হলো।
অংশগ্রহণকারী দল- ১২টি চ্যাম্পিয়ন- আবাহনী লিমিটেড (২৩তম) চ্যাম্পিয়ন প্রাইজমানি- ১২ লাখ রানার্স আপ- মোহামেডান স্পোর্টিং ক্লাব রানার্স আপ প্রাইজমানি- ১০ লাখ ৮০ টুর্নামেন্ট সেরা ক্রিকেটার- সাইফ হাসান (৬১৮ রান ও ১৪ উইকেট) সর্বোচ্চ রান সংগ্রাহক- মাহিদুল ইসলাম অঙ্কন (৬৪৭) সর্বোচ্চ উইকেট সংগ্রাহক- আবু হায়দার রনি (৩১ উইকেট) সর্বোচ্চ সেঞ্চুরি- পারভেজ হোসেন ইমন (৩টি) রেলিগেশন টিম- সিটি ক্লাব ও গাজী টায়ার্স প্রথম নারী আম্পায়ার- সাথিরা জাকের জেসি
বিশেষ দ্রষ্টব্য: টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের প্রাইজমানি আড়াই লাখ টাকা করে।