খেলাধুলা

ডাইভ দিতে গিয়ে পাঁজরে চোট তাসকিনের

জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদকে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে তাকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। 

চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। এখনো ব্যথা থাকায় তিনি খেলার জন্য ফিট নন। রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

মুঠোফোনে তিনি বলেন, ‘শেষ ম্যাচে ডাইভ দিতে গিয়ে ব্যথা পান তাসকিন। এখনো ব্যথা আছে। এ জন্য আজ খেলতে পারছেন না। আমরা তাকে দেখছি।’

চলমান সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন। ৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন এই পেসার। প্রতি ম্যাচেই বল হাতে ছিলেন ভীষণ কৃপণ। 

চোট প্রবণতার কারণে তাসকিন টেস্ট খেলা থেকে নিয়েছেন লম্বা বিশ্রাম। বিশ্বকাপ থেকে ভুগছিলেন কাঁধের চোটে। শেষ দিকে কয়েক ম্যাচ খেলেছেন এই চোট নিয়েই। 

বিশ্বকাপের পর নিউ জিল্যান্ড সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে খেলেননি এই পেসার। ছিলেন পুর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএল দিয়ে ফেরার পর জিম্বাবুয়ে সিরিজেও আছেন শুরু থেকে। তবে চোটের কারণে সিরিজ শেষ করতে পারেননি।