শেষটাও হারলো মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার (১৭ মে, ২০২৪) রাতে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে তারা হেরেছে ১৮ রানে। এদিন লক্ষ্ণৌ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৪ রান করে। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৯৬ রানে থামে মুম্বাই।
এই ম্যাচ জিতেও প্লে’অফে যেতে ব্যর্থ হয় লক্ষ্ণৌ। ১৪ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ষষ্ঠ স্থানে। আর ১৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে মুম্বাই এবারের আইপিএল শেষ করলো একদম টেবিলের তলানিতে থেকে।
শেষ ম্যাচটা রাঙানোর চেষ্টা করেন রোহিত শর্মা ও নামান ধীর। রোহিত এদিন ৩৮ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৬৮ রান করেন। মাঝে মিডল অর্ডার সুবিধা করতে না পারায় কিছুটা পিছিয়ে পড়ে মুম্বাই। শেষদিকে নামান ঝড় তুলেও জয়ের নাগাল পাননি। নামান ২৮ বলে ৪টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন। এই দুইজনের বাইরে ব্রেভিস ১ চার ও ২ ছক্কায় ২৩ ও হার্দিক পান্ডিয়া ১৬ রান করেন।
বল হাতে লক্ষ্ণৌর রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন। নাভিন-উল-হক ৪ ওভারে ৫০ রান দিয়ে নেন ২টি উইকেট।
তার আগে লোকেশ রাহুল ও নিকোলাস পুরানের ফিফটিতে বড় সংগ্রহ পায় লক্ষ্ণৌ। পুরান ২৯ বলে ৫টি চার ও ৮ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন। আর রাহুল ৩ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৫ রানের ইনিংস।
তাদের বাইরে মার্কাস স্টয়েনিস ৫ চারে ২৮ ও আইয়ুশ বাদোনি ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ২২ রান করেন।
বল হাতে মুম্বাইয়ের নুয়ান থুশারা ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি ও পিযুশ চাওলা ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন নিকোলাস পুরান।